Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল ইংলিশ ফাইনাল?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

এখনও দ্বিতীয় লেগের খেলা বাকি। এক ম্যাচেই ফুটবলে অনেক কিছু হওয়া সম্ভব। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবারের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল হতে যাচ্ছে অল ইংলিশ ক্লাবের মধ্যে। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে হারিয়ে অনেকটা এগিয়ে গেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের আরেক দল চেলসি জয় না পেলেও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠ থেকে মূল্যবান অ্যাওয়ে গোল নিয়ে ফিরেছে।

পরশু রাতে নিজেদের মাঠ এমিরেটসে সফরকারী ভ্যালন্সিয়াকে ৩-১ গোলে হারায় আর্সেনাল। উনাই এমিরির দলের হয়ে জোড়া গোল করেন আলেক্সান্ডার লাকাজেত্তি। আর ফ্রাঙ্কফুর্টের মাঠে পিছিয়ে পড়েও পেড্রোর গোলে ১-১ ড্র নিয়ে ফেরে চেলসি।

নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে আর্সেনালও। মুক্তার দিয়াখাবির হেড ম্যাচের ১১ মিনিটেই ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেয়। সাত মিনিটের ব্যবধানে পিয়েরে এমরিক আবেমেয়াংয়ের পাস থেকে স্কোরবোর্ডে সমতা আনেন লাকাজেত্তি। আবারও সাত মিমিটের ব্যবধানে গ্রনিত জাকার ক্রস থেকে গানারদের এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবেমেয়াংয়ের দারুণ ভলি দুই গোলে এগিয়ে থেকে স্পেন ভ্রমণের নিশ্চয়তা দেয় আর্সেনালকে। হ্যাটট্রিক করতে পারতেন লাকাজেত্তি। কিন্তু দ্বিতীয়ার্ধে ছোট ডি বক্স থেকে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। দুইবার তাকে ফিরিয়ে দেন গোলরক্ষক নেতো।

ম্যাচ শেষে বিজয়ী কোচ এমিরি বলেন, ‘প্রথম লেগে আমরা একটা ভালো ফলাফলের আশা করিছিলাম, যদিও জানতাম এটা কঠিন হবে।’ দুই গোলে এগিয়ে থেকেও ফাইনালে যেতে দুই দলের সম্ভবনাই ‘৫০-৫০’ বলে মনে করেন ৪৭ বছর বয়সী স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘আমরা জিততে চাইছিলাম এবং দ্বিতীয় কোন গোল খেতে চাইনি। তৃতীয় গোলটা এলো শেষ দিকে এবং এটা গুরুত্বপূর্ণ, তবে ম্যাচের ভাগ্য এখনো ৫০-৫০।’

গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া আর্সেনাল আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

আরেক সেমিফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ভালো খেলেও জয় নিয়ে ফেরা হয়নি চেলসির। দারুণ ফ্লিপে ম্যাচের ২৩তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন দলটির সর্বোচ্চ গোলদাতা লুকা জভিচ। আসছে দলবদলের বাজারে তাকে দলে পেতে রিয়াল মাদ্রিদ মরিয়া বলে গুঞ্জন রয়েছে। ২১ বছর বয়সী সাবিয়ান স্ট্রাইকার এদিন চলতি ইউরোপা লিগে করেন নিজের নবম গোল। তার চেয়ে একটি গোল বেশি নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্সেনালের ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদ।
এডেন হ্যাজার্ডকে বেঞ্চে রেখে একাদশ সাজানো ‘বøুজ’ খ্যাত দলটি প্রথমার্ধের শেষ মিনিটে পেড্রোর গোলে সমতায় ফেরে। ডেভিড লুইসের ফ্রি-কিক বারে লেগে প্রতিহত হওয়ায় এগিয়ে যাওয়া হয়নি মাউরিসিও সারির দলের।
এ নিয়ে ইউরোপা লিগে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইল চেলসি। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যা যৌথ রেকর্ড। ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে এই কীর্তি গড়ে ডিয়েগো সিমিওনের দলটি। আগামী বৃহস্পতিবার ফিরতি পর্বে নিজেদের মাঠে রেকর্ডটা একার করে নেয়ার সুযোগ পাবে চেলসি।

 



 

Show all comments
  • গোলাম কাদের ৪ মে, ২০১৯, ৯:৪৮ এএম says : 0
    অবস্থা দেখে সেরকমই মনে হচ্ছে
    Total Reply(0) Reply
  • মনিরুজ্জামান ৪ মে, ২০১৯, ৯:৪৯ এএম says : 0
    সেরকম হওয়াটাই স্বাভাবিক
    Total Reply(0) Reply
  • শাহে আলম ৪ মে, ২০১৯, ৯:৫০ এএম says : 0
    এবারের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল হতে যাচ্ছে অল ইংলিশ ক্লাবের মধ্যে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনাল

১০ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ