মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে রাজধানী কারাকাসের রাজপথে হাঁটলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর সেই ছবি প্রকাশ করা হয়েছে সংবাদমাধ্যমে। বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতা গুইদোর ডাকা অভ্যুত্থানের প্রচেষ্টা নস্যাতের পর সেনা সদস্যসদের সঙ্গে নিয়ে হাজির হন মাদুরো। তুর্কি বার্তা সংস্থা আনদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। অপরদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করলেও রাজধানী কারাকাসে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বুধবার সরকারি বাহিনীর সাথে বিরোধীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত ও বহু মানুষ আহত হয়েছে। বিরোধীদের বিক্ষোভে টিয়ার গ্যাস ও গরম পানি ছুঁড়েছে দেশটির সেনাবাহিনী। ২৭ বছরের ওই নারী নিহতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার আহŸান জানিয়েছেন দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুইদো। বৃহস্পতিবার সরকারি চাকরিজীবীদের ধর্মঘটের আহŸান জানিয়েছেন তিনি। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বুধবার ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর রাজধানী কারাকাসে সামরিক সেনাদের সঙ্গে উপস্থিত হন মাদুরো। টুইটারে প্রকাশিত লাইভে দেখা যায় মাদুরো সেনাদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সকে (এফএএনবি ) ভেনিজুয়েলার সংবিধান,শান্তি ও গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পুরো পৃথিবীর সামনে এফএএনবিকে এখন একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে, যারা মার্কিন ডলারের কাছে নিজেদের বিক্রি করে দেয় ওইসব নেতার অভ্যুত্থানের বিরুদ্ধে লড়তে ভেনেজুয়েলায় সংবিধানিক, নৈতিক, সংযোজক এবং সংযুক্ত সেনাবাহিনী রয়েছে। মাদুরো আরও বলেন ভেনেজুয়েলার ভবিষ্যত হবে শান্তি, সমৃদ্ধি, কর্মস্থান সমৃদ্ধ এবং যেকোন অসুবিধা সম্মুখীন হলে তা মোকাবিলায় সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো লোপেজসহ সাড়ে চার হাজারেরও বেশি সেনাকর্মী এই পদযাত্রায় অংশ নেন। বুধবার রাজধানী কারাকাসে সরকার এবং বিরোধী সমর্থকরা পাল্টপাল্টি বিক্ষোভ শুরু করে। প্রাথমিকভাবে এই বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংস হয়ে ওঠে। পরে রাজধানী থেকে বন্দুকের গুলির শব্দ শোনা যায়। স্থানীয় একটি এনজিও ভেনেজুয়েলান অবজারবেটরি অব সোস্যাল কনফ্লিক্ট জানিয়েছে, বিরোধীদের শক্ত অবস্থান আলতামিরায় এক মিছিলে গুলিবিদ্ধ হয়ে জুরুবিথ রওসিও নামে এক নারী নিহত হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে বিরোধীদের সংঘর্ষে আরও অন্তত ৪৬ জন আহত হয়েছে। আনাদোলু, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।