গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টি হয়েছে। শুক্রবার (০৩ মে) সন্ধ্যার মধ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় জেলাগুলোতে ‘ফণী’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
আর এর প্রভাবেই সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। সকালে কড়া রোদ থাকলেও হঠাৎ করে সাড়ে ৯টা নাগাদ আকাশ ঢেকে যায় কালো মেঘে। এরপর শুরু হয় বৃষ্টি। তবে এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
এদিকে হঠাৎ বৃষ্টিতে যেনো স্বস্তি মিলেছে গত কয়েকদিনের দাবদাহে ভোগান্তির শিকার রাজধানীবাসীর।
এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলেন, ‘ফণী’র প্রভাবে বৃহস্পতিবার (০২ মে) থেকেই বৃষ্টি হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকাতেও থেমে থেমে বৃষ্টি হবে। এর সঙ্গে বয়ে যাবে বাতাস। তবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ থাকবে বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।