Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদাবলি

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১২:১১ এএম

খোদেজা মাহবুব আরা

বিভাজন

আলোর পথের যাত্রী, অন্ধকার মজ্জাগত, অজস্র নক্ষত্র, বুকের নিশব্দ হিমস্রোত,
তবু অপেক্ষায় আনত,দূরবর্তী অন্ধকারে থেমে থাকা আলো, স্বর্গীয় স্বত্তার আপ্লুত প্রহর,
পথের দিগন্তে বর্ননাতীত নিজস্ব ভুবন,
ক্রমশ এগিয়ে আসে নিস্তব্ধ অগ্নিকুন্ডের স্রোত,
কম্পমানে জেগে উঠা কোন অচেনা সুর,
এখানে অন্ধকার ওখানে হয়ত অসংখ্য আলোর মিছিল, বিনিদ্র দিনরজনী,কর্মহীন, দিশাহীন,
বাতাসে ভেসে থাকা অলীক দিন যাপন, সূর্যাস্তের কিনার ঘেষে আমি পথে, সূদুর আকাশ পানে দৃষ্টি,
জীবন উড়ে উড়ে দৃষ্টি সীমার বাইরে --- --
অনন্ত বিচ্ছেদ বিভাজনে --- --
মোহাম্মদ মাসুদ
জীবন থেকে স্বাধীনতা

জীবন-কবিতা হয় না, পরিপূর্ণতায় মুখর।
কতটা স্তব্ধ, কতটা দ্বিধান্বিত হয়ে ওঠা।
সবকিছু রেখে সামনে এগিয়ে চলা।
এগিয়ে চলা স্পর্শের দাগ পড়বে বলে
জীবনের কত শব্দ অব্যঞ্জনে আবদ্ধ থাকে
জীবন বয়ে চলে জীবনের অবসাদ...
জীবন হয়ে উঠবে বলে।
এক স্বাধীনতায়— আমরাও হাত বাড়িয়ে থাকি
এক স্বাধীনতার গল্প হয়ে উঠবো বলে।

উজ্জ্বল দত্ত
হারানো নামা

স্বাধীনতা পেয়েও স্বাধীনতার স্বাদ হারালাম
আর ভালোবেসে হারালাম সুন্দর!
যোজন বিয়োজন সংযোজন করে
জীবনের খাতা শূন্য.....
ক্ষত বিক্ষত রক্তজবার বাগান
ক্ষত বিক্ষত শুক্লপক্ষের পূর্ণিমার চাঁদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন