Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়তে প্রস্তুত মেয়েরা

জাহেদ খোকন | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৯:২৫ পিএম

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার শক্তিশালী লাওসের মুখোমুখী হবে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও নির্বাহী কমিটির অন্য সদস্যরা।

হাইভোল্টেজ ফাইনালে লাওসকে হারিয়েই প্রথমবারের মতো আয়োজিত বঙ্গমাতা গোল্ডকাপের শিরোপা ঘরে তুলে আসরকে স্মরণীয় করে রাখতে চায় স্বাগতিকরা। বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথাটি বলেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী। যে কথা টুর্নামেন্ট শুরু আগেই বলেছিলেন তারা। কোচ জানান, ফাইনালে তার দলই ফেভারিট। ট্রফি নিজেদের ঘরে রাখতে সেরাটা দিয়ে খেলবে ফুটবলাররা।

ছোটন বলেন,‘ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম। ম্যাচ বাই ম্যাচ ভালো করায় আমি মেয়েদেরকে ধন্যবাদ দিতে চাই। আমার বিশ্বাস ফাইনালে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলে মৌসুমীরা শিরোপা জিতে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখবে। আর এটা করতে পারলে আমার ধারনা এখান থেকেই লাল-সবুজের নারী ফুটবল আরো অনেক দূর এগিয়ে যাবে।’

আসরে সব থেকে বেশি গোল করেছে লাওস। তাদের অন্যতম দুই ফুটবলার পি এবং অধিনায়ক অপাথশালা বিপদজনক খেলোয়াড়। এদের সঙ্গে আরো ক’য়েকজন আছে যারা যে কোন সময় বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। তাদের নিয়ে আলাদা পরিকল্পনা তো রয়েছেই। তবে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেই ম্যাচ জিততে চায় বাংলাদেশ। তবে কোচ ছোটন স্বীকার করলেন ফাইনালটা মোটেই সহজ হবে না। তার কথায়,‘আগের ম্যাচগুলো থেকে তো অবশ্যই এই ম্যাচটা কঠিন হবে। তাদের বেশ ক’জন ভালো ফুটবলার আছে। তবে আমি বলবো এ ধরণের ম্যাচ আমাদের মেয়েরা আগেও অনেক খেলেছে। আশা করছি ফাইনালেও তারা নিজেদের মানিয়ে নিতে পারবে। আমাদের মেয়েরা আগের ম্যাচগুলোতে একটা দল হয়ে খেলেছে। ফাইনালে তাই খেলবে। তবে ম্যাচে আমাদের কিছু নির্দিষ্ট পরিকল্পনা তো থাকবেই।’

চোট কাটিয়ে বাংলাদেশ স্কোয়াডে ফিরছেন ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। ম্যাচে যে কোন সময় তাকে দেখা যেতে পারে। তবে আরেক ফরোয়ার্ড স্বপ্না ইনজুরি মুক্ত না হওয়ায় ফাইনালে থাকছেন না। তাতে ভয়ের কিছু নেই বলে জানান ছোটন।

তিনি আস্থা রাখছেন শিষ্যদের উপর। ছোটন বলেন,‘ গেল দু’ম্যাচে মার্জিয়া খুব ভালো খেলেছে। আশাকরছি ফাইনালে স্বপ্নার অভাব সে বুঝতে দেবে না। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল তিন ম্যাচেই আমার দল পুরো ৯০ মিনিট একই ধারায় ফুটবল খেলেছে। যদিও ফিনিংশিং লাইনে কিছুটা সমস্যা আছে। তবে ক্রমেই তা কেটে যাচ্ছে। লাওস দল হিসেবে খুবই শক্তিশালী। তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ না হলেও অসম্ভব নয়। ঘরের মাঠে ফাইনাল এবং মেয়েদের পারফরমেন্সে আমরা আশাবাদি।’

বাংলাদেশ কোচ মনে করেন ফাইনালে লাল-সবুজরাই ফেভারিট। তিনি বলেন,‘এই ম্যাচে আমরাই ফেভারিট। এতোদিন যাদের সঙ্গে আমরা খেলেছি তারা আমাদের চেয়ে কিছুটা পিছিয়ে ছিলো। এবার লাওসের সঙ্গে লড়াইটা হবে সমানে-সমান। আমাদের মারিয়া-মনিকার পারফরম্যান্স হয়তো সব ম্যাচে সমান হয়না। যেদিন দু’জনের পারফরম্যান্সই শতভাগ হয় সেদিন আর ম্যাচ নিয়ে ভাবিনা আমি।’ কোচ ছোটন দর্শকদের ধন্যবাদ জানিয়ে আবারো নিজ দেশের ফুটবলারদের উৎসাহ যোগাতে গ্যালারীতে আসার আহবান জানান।

অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী বলেন,‘আমি স্যারের সঙ্গে একমত। ট্রফিটা আমরা নিজেদের ঘরে রেখে দিতে চাই। টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে আমরা নিজেদের শতভাগ দিয়ে খেলবো।’

লাওসের কোচ ভং মিশাই জানান তাদের লক্ষ্যপূরণ হয়েছে। এবার আরো ভালো কিছু করার পালা। তিনি বলেন,‘আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমরা ফাইনালে। এর আগেও আমরা অনেক স্বাগতিক দলের সঙ্গে খেলেছি। আমি মনে করি কাল (আজ) একটা কঠিন ম্যাচ হবে। তবে দলের ফুটবলাররা জয় পেতে আত্মবিশ্বাসী।’

প্রতিপক্ষ বাংলাদেশের সবল এবং দুর্বল দিকগুলো কি জানতে চাইলে লাওস কোচ জবাব,‘তাদের সবল দিক হচ্ছে তারা একটা টিম হয়ে খেলে। তাদের ফরমেশন তাদের শক্ত দিক। আমার চোখে তাদের কোন দুর্বল জায়গা নেই। তবে ফিনিশিংয়ের অভাবে তারা বেশি গোল পায়না।’

অধিনায়ক অপাশালা বলেন,‘শিরোপা জয়ের জন্য আমার দল শতভাগের থেকেও বেশি দিতে প্রস্তুত আছে। আমরা ট্রফি জিততেই ফাইনালে মাঠে নামবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ