Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিজ্ঞতা নিয়েই ফিরলেন তারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৯:২১ পিএম

জাপানে প্রথমবার খেলতে গিয়ে অভিজ্ঞতা নিয়েই ১ মে (বুধবার) দেশে ফিরলেন বাংলাদেশের তিন স্কোয়াশ খেলোয়াড় সেনাবাহিনীর মাসুম আহমেদ ও শাহাদাত হোসেন এবং উত্তরা ক্লাবের মো: সুমন। ইয়োকোহামাতে কানাওয়াগা স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন তারা। প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন সুমন। টুর্নামেন্টে অংশ নেয়া ১২০ জন খেলোয়াড়ের মধ্যে তিনি পেয়েছেন ৩২তম স্থান। অন্যদিকে শাহাদাত প্রথম রাউন্ডে জিতলেও হেরে গেছেন দ্বিতীয় রাউন্ডে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে জানান সুমন। দেশে ফিরে তিনি বলেন, ‘স্কোয়াশে বিশ্বের অন্যতম সেরা দেশ জাপান। আমন্ত্রণ পেয়ে আমরা প্রথমবার জাপানে খেলতে গিয়েছি। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে ফাইট করেছি। অনেক অভিজ্ঞতাও হয়েছে আমাদের। স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ বলেন, ‘এই সফর আমাদের খেলোয়াড়দের জন্য অনেক অভিজ্ঞতার।’ ২৭ থেকে ৩০ এপ্রিল জাপানের ইয়োকোহামাতে কানাওয়াগা স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কোয়াশ

৯ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১১ মার্চ, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ