Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে দুদিন রেল যোগাযোগ বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৮:৫০ পিএম

ঘূর্ণিঝড় ফনির কারণে দক্ষিণ ভারতে দু'দিন রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। রেলের ৪৩টি শিডিউল বাতিল করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকার বিমানবন্দরগুলোকে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। দেশটির বেসামরিক বিমানমন্ত্রী এ নির্দেশনা জারি করেন। খবর ইকোনমিকস টাইমসের।

এদিকে ভারতের ওড়িশার ১৪টি জেলার প্রায় আট লাখ অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় ফনি আঘাত হানার পর উপদ্রুত এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে ওড়িশা থেকে ৪০০ কিলোমিটার দূরে রয়েছে।

শুক্রবার বিকালের দিকে ভারতে আঘাত হানতে পারে ফনি। দেশটির ত্রাণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১০ লাখ মানুষের জন্য এক হাজারেরও বেশিসংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে ভারতের বেসামরিক বিমানমন্ত্রী সুরেশ প্রাবু দেশটির সব বিমান সংস্থাকে অনুরোধ করছেন, ত্রাণ কাজ পরিচালনা ও উদ্ধারের জন্য সহযোগিতা করার জন্য। এছাড়া নাসা ফনির প্রতিমুহূর্তের অবস্থানের চিত্র সরবরাহ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ