নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকাল ৪টায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নেত্রকোনা সদর উপজেলা ৪-০ গোলে আটপাড়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মঈনউল ইসলামের সভাপতিত্বে বিকাল ৪টায় খেলা শুরুর আগে খেলোয়ার এবং দর্শকদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। পরে অতিথিবৃন্দ খেলোয়ারদের সাথে পরিচিত হন। খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মাথায় নেত্রকোনা সদর উপজেলার রাজীব দর্শনীয় শর্টে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ৩০ মিনিটের সময় সদর উপজেলার সোহেল গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধে খেলা ২-০ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে নেত্রকোনা সদর উপজেলা আটপাড়া উপজেলার উপর আরো বেশী চড়াও হয়। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের সময় সদর উপজেলার সাইফ গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। এর চার মিনিট পর সাইফ আবারও গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন। শেষ দিকে আটপাড়া কিছুটা গোল শোধ করার জন্য মরিয়া হয়ে খেললেও শেষ পর্যন্ত ৪-০গোলে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, রেডক্রিসেন্ট সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি এইচ আর খান পাঠান সাখি, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আবু নাসের তালুকদার মিলু, সহ-সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রুবেল, সদস্য সারোয়ার আলম রুকন, সদস্য আহ্সানউল্লাহ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।