Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের ৬ মাসের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার রাউজানে

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৬:৫৮ পিএম

বিয়ের মাত্র ৬ মাসের মাথায় লাশ হলো রাঙ্গুনিয়ার এক গৃহবধু। গত ১লা মে বুধবার বিকালে লাশটি পাওয়া গেছে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট এলাকায়। ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধার করেন রাউজান থানা পুলিশ। জানা যায়, উদ্ধারকৃত লাশটি রাঙ্গুনীয়া উপজেলার ৩নং স্বনির্ভর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলানা মকবুল আহম্মদের বাড়ির মো. শহীদুলাহর কন্যা শাহেদা আকতার শারমীন (১৯)’র বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
সুত্রে জানা যায়, ১লা মে সকালে স্থানীয় লোকজন কর্ণফুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে,পরে নদীর পানি কমতে শুরু করলে লাশটি রাউজানের খেলারঘাটে আটকে পড়ে। স্থানীয় লোকজন লাশটি দেখার পর রাঊজান ও রাঙ্গুনিয়া পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ঊপস্থিত হন। এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন গৃহবধুর আত্বীয়স্বজন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধুর স্বামী আলমগীর জানান, গত ছয়মাস আগে রাঙ্গুনিয়া উপজেলার মকবুল আহম্মেদের বাড়ীর মো. শহীদুল্লাহর মেয়ে সাথে তার বিয়ে হয়। সে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার একটি ভবনে কেয়ার টেকার হিসেবে চাকরি করেন। গত ১৮ এপ্রিল তার স্ত্রীর বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে সে ঢাকা থেকে বাড়ীতে আসেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে গত ২৯ এপ্রিল তিনি আবারও ঢাকায় চলে যান। সর্বশেষ গত মঙ্গলবার ফোনে জানতে পারেন তার স্ত্রী নিখোঁজ হবার খবর।
এই বিষয়ে নিহত গৃহবধুর বাবা মো. শহীদুল্লাহর জানান, মেয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে একটি বৈদ্য বাড়ীতে হাজিরা দেখেন। পরে বিভিন্ন জায়গায় খোঁজ না পেয়ে রাঙ্গুনিয়া থানায় গত ৩০ এপ্রিল একটি নিখোঁজ ডায়রি করেন তিনি (রাঙ্গুনিয়া থানার সাধারণ ডায়রি নং ১৭২৩/১৯)। তিনি আরো জানান, তার মেয়ের সাথে স্বামীর সু-সর্ম্পক ছিল। তবে তার স্বামী বৈদ্যের কাছে হাজিরা দেখেন তার স্ত্রী কারো সাথে পালিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া সার্কেল এএসপি আবুল কালাম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি কেপায়েত উল্লাহ ও চুয়েট পুলিশ ফাঁড়ির এস আই ইমতিয়াজ আলী। রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে। তবে এই ঘটনায় নিহত গৃহবধু শাহেদা আকতার শারমিনের পরিবারের অভিযোগ তাকে মেরে লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ