মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে সাইক্লোন ইদাই এর আঘাতে ৬০০ এরও বেশি মানুষ নিহত হওয়ার এক মাস যেতে না যেতেই সাইক্লোন কেনেথ আঘাত হানে দেশটিতে। জাতিসংঘের এক মুখপাত্র বুধবার জানায় যে, কেনেথের আঘাতে ৪১ জন নিহত হয়েছে। খবর জিনহুয়া।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কমোরোসেও সাইক্লোন কেনেথের আঘাতে কমপক্ষে সাতজন নিহত এবং ২ শতাধিকেরও বেশি আহত হন। মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে যে, মোজাম্বিকের ৩৭ হাজার ৭০০ বাড়ি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ১৪ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি খাবার ব্যবস্থা করেছে এবং মঙ্গলবার দুজন মেডিকসহ একটি দলকে ইবো জিলাতে মুতেমো আইল্যান্ডে জরুরি অবস্থা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য নিযুক্ত করা হয়। কমোরোসেও প্রায় ৮০ শতাংশ খামার এবং ৬০ শতাংশের বেশি ফসল ধ্বংস হয়ে গেছে এবং সাইক্লোন ৩ হাজার ৮০০টি বাড়ি ধ্বংস করে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।