মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।
বলা হচ্ছে, ওই বন্দুকধারী একজন শিক্ষার্থী; মঙ্গলবার সে বিশ্ববিদ্যালয়ের শার্লট ক্যাম্পাসের একটি ভবনে এ ঘটনা ঘটায় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আহতদের মধ্যে তিন জনের অবস্থা সঙ্কটজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকের এ ঘটনার বিস্তারিত কয়েক ঘণ্টা পরও অস্পষ্ট ছিল। ক্যাম্পাসের পুলিশ প্রধান জেফ বেকার জানিয়েছেন, পিস্তলধারী এক ব্যক্তি কয়েকজন শিক্ষার্থীকে গুলি করেছে বলে তার জরুরি দপ্তরে ফোন আসে।
ওই কলে সাড়া দিয়ে দুই থেকে তিন জন পুলিশ কর্মকর্তা ওই ভবনে গিয়ে হাজির হন। তারা ওই বন্দুকধারীকে নিরস্ত্র করে তাকে হেফাজতে নিয়ে আসেন বলে জানিয়েছেন বেকার।
মঙ্গলবার রাতে অভিযুক্ত বন্দুকধারীকে ২২ বছর বয়সী ট্রিস্তান অ্যান্ড্রু টেরেল বলে শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে তা বিবেচনাধীন আছে এটুকু জানা গেলেও তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
টেলিভিশনের ফুটেজে পুলিশের গাড়ি থেকে লম্বা, ঢ্যাঙা, বাদামী চুলের এক ব্যক্তিকে নামিয়ে পুলিশ স্টেশনে নিতে দেখা গেছে।
কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে এবং যারা হতাহত হয়েছেন তারা টেরেলের পূর্বপরিচিত কি না তা পরিষ্কার হয়নি।
স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে ওই বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়টির বর্তমান অথবা সাবেক শিক্ষার্থী বলা হয়েছে।
“আমাদের কর্মকর্তাদের পদক্ষেপে অনেকগুলো জীবন রক্ষা পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই,” বলেছেন বেকার।
আগামী রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালযের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার রাতে ক্যাম্পাসের ফুটবল স্টেডিয়ামে একটি উন্মুক্ত কনসার্টের আয়োজন ছিল, কিন্তু এ ঘটনার পর তা বাতিল করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।