গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মতিঝিলের চানমারীবাগ এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (০১ মে) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- জুব্বা আলী (৪০) ও ইলিয়াছ আলী (৪৫)। বর্তমানে আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার জানান, রাতে মতিঝিল চানমারীবাগ এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা শ্রমিক কাশেম নিহত হন। এ সময় আহত হন আরও দুই শ্রমিক তারা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান এসআই রুবেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।