Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদি একজনকে নিলে একলক্ষ নেতা তৈরি করবো : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১১:২১ এএম

তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক গোপনে যোগাযোগ রাখছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যাকে নেয়ার নিয়ে নাও। আমার একজন গেলে আমি একলক্ষ লিডার তৈরি করি।’

এমন মন্তব্য করার জন্য মোদির প্রার্থিতা বাতিলেরও দাবি তুলেছেন মমতা। তৃণমূলনেত্রী মঙ্গলবার এক নির্বাচনী জনসভায় মোদিকে কটাক্ষ করে বলেন, ‘সাংবিধানিক পদে থেকে এমন কথা বলা যায় না। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত মিস্টার প্রাক্তন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি এরা আগে পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, তৃণমূল কংগ্রেসের ৪০ জন এমপির সঙ্গে তার যোগাযোগ হয়েছে। সেসব এমপি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই দলত্যাগ করবেন।

মোদির এমন দাবির জবাবে মমতা বলেন, ‘তিনি একজন নির্লজ্জ প্রধানমন্ত্রী। বেচা–কেনা করতে এসেছেন। হর্স ট্রেডিং করতে এসেছেন। একজনকে জোগাড় করুন। একজনকে কিনে দেখান। আপনার দলের মতো আমার দল চোর নয়।’

মোদির এমন মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করবে তৃণমূল কংগ্রেস। মোদির উদ্দেশে মমতা আরও বলেন, ‘আমরা টাকা দিয়ে লোক কিনি না। বাংলার ছেলে-মেয়েদের ওপর আমার ভরসা আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ