Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ পরিবেশ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৪ এএম

এডিপির উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের নিদেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। 

গতকাল সোমবার পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নিদের্শনা প্রদান করেন
তিনি বলেন, যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ধীরগতি আমাদের জাতীয় উন্নয়নকে পিছিয়ে দেবে যা কোনোভাবেই কাম্য নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার যে লক্ষ্যমাত্রা জাতির কাছে উপস্থাপন করেছেন তা বাস্তবায়ন করতে হলে আমাদের আরো দ্রুতগতিতে কাজ করতে হবে। এসডিজি অর্জনের লক্ষ্যে প্রত্যেকটি প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।
সভায় পরিবেশ উপমন্ত্রী হাবিবুর নাহার এম.পি ও পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ পরিবেশ মন্ত্রণালয়, বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন প্রকল্প

১৭ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ