Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়া পৌরসভায় ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) থেকে

বানারীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. সুভাষ চন্দ্র শীল পৌর পিতার আসনে বসার অর্থাৎ দায়িত্ব গ্রহণের একশ’ দিন পূর্তি হয়েছে। একশ’ দিনে পৌরবাসী এবং পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য নতুন কি পরিকল্পনা নিয়েছেন এ বিষয়ে দৈনিক ইনকিলাবের সাথে একান্ত আলোচনায় তিনি প্রথমে বলেন, পৌরবাসী আমাকে নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, আয়তনে ছোট এ পৌরসভাকে আমি তিলোত্তমায় পরিপূর্ণ করতে চাই। সে ক্ষেত্রে পৌরবাসীর মতামতকে প্রাধান্য দেয়া হবে। ইতোমধ্যে পৌরসভার উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। যোগাযোগ ও দৃষ্টি নন্দনের জন্য অতি গুরুত্বপূর্ণ হাইওয়ের সাথে লিংক করে জলবায়ু প্রকল্প নেয়া হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। প্রকল্পটি কুন্দিহার হাইওয়ে থেকে সন্ধ্যা নদীর তীর ঘেঁষে ফেরী ও লঞ্চঘাট হয়ে দৃষ্টি নন্দন সড়কটি বানারীপাড়ার উত্তর পাড়ের সাথে সংযোগ করা হবে। সড়কের দু’পাশে সড়ক বাতি থাকবে। রাস্তা ঘাট, ড্রেন, বাজারের মধ্যের গলি সম্প্রসারণ, পৌরসভার মধ্যে উত্তর-দক্ষিণ পাড়ের সেতু বন্ধন সেতুর দু’পাশের উন্নয়ন, মন্দিরের মোড়ের উন্নয়ন যাতে করে স্বাভাবিক যান চলাচল বিশেষ করে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ-প্রশাসনের বাহনসহ পণ্য পরিবহনে সহজভাবে রাস্তার ব্যবহার করা যায় সে বিষয়ে অনেকের সাথে মতবিনিময় করা হয়েছে এবং আশানুরূপ সাড়াও পেয়েছি। বন্দর বাজারের দোকানীদের ইতোমধ্যে দোকানে সার্টার লাগানোর নির্দেশনা দেয়া হয়েছে। পৌরসভায় লাইসেন্সবিহীন রিকশা বা ইঞ্জিন চালিত রিকশা চলবে না। ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স পৌরসভা দিবে না। এ পৌরসভার বড় অংকের ২৬ জনের কাছে পৌর ট্যাক্স দীর্ঘদিনের বকেয়া রয়েছে। যা আদায়ের ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে। পৌরসভার মধ্যে ১৭টি খাল বিভিন্ন প্রভাবশালীরা দখল করে আছে। এ ব্যাপারে মেয়র বলেন, ভূমি অফিসের মাধ্যমে খালগুলো চিহ্নিত করে তা উদ্ধারের ব্যবস্থা করা হবে। পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের জন্য তিনটি স্পট নেয়া হয়েছে। এর মধ্যে পৌর ভবনের সামনে, রায়ের হাটে এবং উত্তরপাড়ের লঞ্চঘাট গভীর কূপ করা হয়েছে। শিক্ষা উন্নয়নে পৌরসভার মধ্যের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিায়ার ব্যবস্থা করা হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইতোমধ্যে পৌরকাপ ফুটবল পহেলা বৈশাখ, নজরুল জয়ন্তীসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। এ ছাড়া আরো পরিকল্পনা প্রক্রিয়ধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়া পৌরসভায় ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ