Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লির শাস্ত্রী ভবনে আগুন, ‘সরকারি ফাইল পোড়াচ্ছেন মোদী’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ৭:১৬ পিএম

ভয়াবহ আগুন লেগেছে রাজধানী দিল্লির শাস্ত্রী ভবনে। ইতোমধ্যে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

কিন্তু এরই মধ্যে এই আগুন নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ট্যুইট করে তিনি লিখেছেন, 'মোদীজি ফাইল পুড়িয়ে দিচ্ছেন। কিন্তু আপনি রক্ষা পাবেন না। আপনার বিচারের দিন আসছে।'

উল্লেখ্য, শাস্ত্রী ভবন সেন্ট্রাল দিল্লিতে অবস্থিত সরকারি ভবন। সেখানে সমাজকল্যান মন্ত্রক সহ নানান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। ফলে রাহুলের অভিযোগ মঙ্গলবারের আগুনে অন্য মাত্রা যোগ করেছে।

এর আগে ২০১৭ সালেও শাস্ত্রীভবনে আগুন লেগেছিল। তখন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছিল। আবার ২০১৪ সালেও আগুন লেগেছিল সেখানে। অর্থাৎ বিজেপি সরকার আসার পর শাস্ত্রী ভবনেই তিন-তিনবার আগুন লাগল। তার মধ্যে রাহুলের ট্যুইট নতুন বিতর্ক উসকে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ