মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতিমধ্যেই শান্তিতেই মিটেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ। গতকাল সোমবার সম্পন্ন হলো ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এদিন ন’টি রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। চতুর্থ দফার নির্বাচনের অন্যতম বড় আকর্ষণ ছিল মুম্বইয়ের বলিউড তারকাদের ভোটাধিকার প্রয়োগ। এদিকে, পশ্চিমবঙ্গে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।
গতকাল ভোট দিয়েছেন অনিল আম্বানি থেকে বচ্চন পরিবার, অভিনেতা পরেশ রাওয়াল, সস্ত্রীক আমির খান, কঙ্গণা রানাউত সহ আরও অনেকে। সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় যে সমস্ত রাজ্যগুলিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, সেই রাজ্যগুলি হল-বিহার, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওডিশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ। সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চতুর্থ দফায় বিহারের পাঁচটি আসন, জম্মু ও কাশ্মীরের একটি আসন, ঝাড়খন্ডের তিনটি আসন, মধ্যপ্রদেশের ছ’টি আসন, মহারাষ্ট্রের ১৭টি আসন, ওডিশার ছ’টি আসন, রাজস্থানের ১৩টি আসন, উত্তর প্রদেশের ১৩টি আসন এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ শুরু হয়।
এদিন সকাল থেকেই দেখা গেল হেভিওয়েট ভোটারদের ভোট দিতে। মুম্বইয়ের ক্যাফে প্যারেডের জিডি সোমানিয়া স্কুলের ২১৬ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন অনিল আম্বানি, মুম্বইয়ের ওর্লির ৪৮ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন মুম্বই উত্তর-সেন্ট্রাল সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনম মহাজন, একই কেন্দ্রে তার প্রতিদ্ব›দ্বী কংগ্রেস প্রার্থী প্রিয়া দত্ত বান্দ্রার সেন্ট অ্যান’স হাই স্কুলে ভোট দিয়েছেন, বান্দ্রার ২৮৩ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন অভিনেত্রী রেখা, মুম্বইয়ের পোদ্দার রোডের ৪০ এবং ৪১ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস, গোরেগাঁও-এর একটি পোলিং বুথে ভোট দিয়েছেন উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবি কিশান, ভিলে পারলের জামনা বাই স্কুলের ২৫০-২৫৬ পোলিং বুথে ভোট দিয়েছেন বিজেপির বর্তমান সাংসদ পরেশ রাওয়াল এবং তার স্ত্রী স্বরূপ সম্পত, জুহুর একটি পোলিং বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রবীণ অভিনেত্রী শুভা খোটে, মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতোন্ডকার ভোট দিয়েছেন বান্দ্রার ১৯০ পোলিং বুথে। মুম্বইয়ের তারদেওতে পোলিং বুথ ৩১-এ ভোট দিলেন এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) প্রধান শরদ পাওয়ার, জুহুতে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত, বান্দ্রার সেন্ট অ্যান’স হাই স্কুলে ভোট দিয়েছেন কিরণ রাও এবং আমির খান, ভিলে পার্লের একটি পোলিং বুথে ভোট দেন অভিনেত্রী ভাগ্যশ্রী এবং অভিনেত্রী-মডেল সোনালি বেন্দ্রে, জুহুতে ২৩৫-২৪০ পোলিং বুথে ভোট দিয়েছেন অনুপম খের। মুম্বইয়ের খারে অভিনেত্রী কঙ্গণা রানাউত এদিন ভোট দিলেন, বান্দ্রায় এম.এম.কে কলেজে ১৬৭ নং পোলিং বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রপরিচালক মধুর ভান্ডারকর ও তার স্ত্রী রেণু নাম্বুদ্রি।
এদিকে, চতুর্থ দফাতেও গোলমাল এড়ানো গেল না পশ্চিমবঙ্গে। সেকানে বেশ কয়েকটি জায়গায় গোলমাল হয়েছে। আসানসোলের জেমুয়ায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ হয়েছে। স্থানীয়দের দাবি কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেওয়া সম্ভব নয়। আর সেই দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। আসানসোলের বারাবনি একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সমর্থকরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি বাবুল নিজের সঙ্গে কিছু গুন্ডা কে নিয়ে এসেছেন। অন্যদিকে বাবুলের দাবি তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট করছেন খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় পেয়েছেন বলেই এ ধরনের ঘটনা ঘটছে।
অন্যদিকে, ভোট দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। তবে তিনি ছিন্দওয়াড়ার ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছনোর পরে সেখানে বিদ্যুৎ চলে যায়। যার জেরে অস্বস্তিতে পড়ে যান বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত ক্যামেরার আলোয় নিজের ভোট দেন মুখ্যমন্ত্রী। সূত্র: এনডিটিভি, ডিএনএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।