Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ চারে অনিশ্চিত কৃষ্ণা-স্বপ্না

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৯:৪৬ পিএম

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ চারে মাঠে নামার আগে স্বাগতিক বাংলাদেশের জন্য দুঃসংবাদ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অনিশ্চিত স্বাগতিক দলের আক্রমণভাগের দুই অভিজ্ঞ খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না’র। দু’জনই গ্রুপ পর্বে কিরগিজস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। ফলে মঙ্গলবার মঙ্গোলিয়ার বিপক্ষে দেখা নাও যেতে পারে কৃষ্ণা-স্বপ্নাকে। তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। সেমিফাইনালকে সামনে রেখে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ভবনে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কিরগিজস্তান ম্যাচে স্বপ্না ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন। আর কৃষ্ণার চোট ডান পায়ে। দু’জনের পায়েই এমআরআই করা হয়েছে। এমআরআই রিপোর্ট হাতে পেলে জানা যাবে, তারা সেমিফাইনালে খেলতে পারবেন কি না। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে ডান পায়ের হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন স্বপ্না। ৭৩ মিনিটে চোট পেয়ে স্বপ্নার পথে হাঁটেন কৃষ্ণা।

কোচ ছোটন বলেন,‘ ওই ম্যাচে স্বপ্না শট নেয়ার সময় কিরগিজস্তানের গোলরক্ষক ওর পায়ে আঘাত করেছিল। এরপর সে পড়ে গেলে তার উপর গোলরক্ষকও পড়ে যায়। ওই সময় তার ডান হাঁটু মুচড়ে যায়। কৃষ্ণা বাঁ হাঁটুতে চোট পেয়েছে ডিফেন্ডারের ট্যাকলে।’

কিরগিজস্তান ম্যাচে স্বপ্নার বদলি হিসেবে মাঠে নামেন মার্জিয়া ও কৃষ্ণার জায়গায় তহুরা খাতুন নেমে আলো ছড়ান। তাই নিজেদের দুঃসময়ে কোচের আস্থা বেঞ্চের শক্তির ওপরই। ছোটনের কথায়,‘আশার কথা হলো মার্জিয়া ও তহুরা বদলি হিসেবে নেমে যে খেলাটা খেলেছে, তাতে কৃষ্ণা-স্বপ্না না থাকলেও সেমিতে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। কৃষ্ণা-স্বপ্না বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিন্তু আমাদের ভালো মানের বিকল্পও আছে। এর আগেও যে কয়টা টুর্নামেন্ট খেলেছি আমরা, যে যখনই মাঠে নেমেছে, নিজের সেরাটা দিয়েই খেলেছে। তাই কার বদলি হিসেবে কাকে নামানো হয়েছে সেটা ম্যাচে বোঝা যায়নি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ