Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

নতুন একটি বিজ্ঞাপনে মডেল হচ্ছেণ চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন কলকাতার পরিচালক সৈনক মিত্র। নুসরাত মডেল হচ্ছেন ‘ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট-এর। ফারিয়া বলেন, নতুন এই বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে। গতানুগতিক কিছু না। তাই কাজটি করব। তাছাড়া সৈনক মিত্রর পরিচালনায় তিব্বত পাউডার, এলিট ও লিজান মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আশা করছি, ভালো একটি কাজ হবে । বিজ্ঞাপনটির শূটিং হবে কলকাতায়। এদিকে নুসরাত ফারিয়া এখন কলকাতার একটি সিনেমা ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করছেন। বিরসা দাশগুপ্ত পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন কলকতার অন্যতম জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। সিনেমাটির শূটিং এখন শেষের পথে। এছাড়া বাংলাদেশে শামীম আহমেদ রনি পরিচালিত ও তার অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ