Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সলঙ্গায় পুকুর থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ২:০৫ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পুকুর থেকে গোলাম মোস্তফা (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কুমাজপুর এলাকায় তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুর থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নিহত গোলাম মোস্তফা একই থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি তন্ময় ব্রিকসের বেকু চালক ছিলেন।
নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, দুইদিন ধরে গোলাম মোস্তফা নিখোঁজ ছিলেন। অনেক সন্ধান করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুরে গোলাম মোস্তফার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ জানান, গোলাম মোস্তফার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ