Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শহরের শীর্ষ মাদক ব্যাবসায়ী জিতু নিহত : আহত হয়েছে ৩ পুলিশ

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৩:৫২ পিএম

মৌলভীবাজারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শহরের চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যাবসায়ী মুহিবুর রহমান জিতু নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুমিন উল্লাহ সহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে এই ‘বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ করে জিতু ও সহযোগী শিপন গুলি করে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি করলে জিতু আহত হয়। আহত মাদক ব্যাবসায়ীকে উদ্ধার করে মৌলভীবাজর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে সহযোগী শিপন পালিয়ে যায়।
মাদক ব্যবসায়ীদের বন্দুক যুদ্ধে আহত ডিবি পুলিশের সাবইন্সপেক্টর মুমিন উল্লাহ,কনস্টেবল কবির আহমদ ও সোহেল মিয়া আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী মুহিবুর রহমান জিতুর বিরুদ্ধে ১২টি মাদকের মামলা সহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ