Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ, ৫ মাসের অন্তঃসত্ত্বা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৩:২৩ পিএম

শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী এলাকায় তৃতীয় শেণীর এক ছাত্রীকে ধর্ষণের ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল ২৬ এপ্রিল সন্ধ্যায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আজ ২৭ এপ্রিল ভোরে আসামী রানাকে গ্রেফতার করে। ধর্ষিতা সে বালিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
অভিযোগে জানা যায়, বালিয়াদী এলাকার চাঁন মিয়ার পুত্র ভখাটে আতিকুর রহমান রানা একই এলাকার ওই ছাত্রীকে লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার দাদা গতকাল সন্ধ্যায় বাদী হয়ে নকলা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ধর্ষক আতিকুর রহমান রানাকে গ্রেফতার করে। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, আসামীকে জিজ্ঞাসাবাদশেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চরছে। একইসাথে ধর্ষিতা ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।



 

Show all comments
  • Moseur ২৮ এপ্রিল, ২০১৯, ৬:৩২ এএম says : 0
    এত ছোট মে‌য়ে কেম‌নে অন্তসত্বা হয়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ