Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএনএস বিক্রমাদিত্যে আগুন, নিহত নৌসেনা কর্মকর্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ৫:১৭ পিএম

আগুনের গ্রাসে পড়ল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বহনকারী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন নৌসেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কম্যান্ডার ডি এস চৌহান। শুক্রবার কর্নাটকের কারওয়ার বন্দরে ঢোকার সময় আচমকা ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যের একাংশে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় জাহাজের অভ্যন্তরীণ অংশ। তবে জাহাজকর্মীদের তৎপরতায় কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অগ্নি নির্বাপণ অভিযানের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কম্যান্ডার চৌহান। তাকে নিয়ে যাওয়া হয় নৌসেনার হাসপাতাল আইএনএইচএস পতঞ্জলিতে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফল করে সেখানে মারা যান ওই নৌসেনা অফিসার। ঘটনার অনুসন্ধানে তদন্ত বোর্ড করেছে নৌসেনা। আগুনে যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যের বিশেষ ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ