Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঁওতাল নারীর লাশ উদ্ধার

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ২:০০ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার করা হয়েছে। যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
বিরল থানার ওসি গোলাম রসুল জানান, আজ শুক্রবার সকালে উপজেলার রানীপুকুর ইউনিয়নের জগতপুর গ্রামের মহেশিবপুর এলাকা থেকে তারা লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমিত্রা মাড্ডি জগতপুর গ্রামের বিস্তা মাড্ডির স্ত্রী।
ওসি বলেন, ‌‌'বৃহস্পতিবার বিকালে সুমিত্রা তার চার বছরে শিশুকে নিয়ে মাঠে শাক তুলতে যান। পরে ছেলে বাড়ি ফিরে গেলেও সুমিত্রার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।'
পরে এলাকাবাসী ভুট্টা ক্ষেতে সুমিত্রার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, 'নিহতের পরনে শাড়ি ছিল; তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।'
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ