Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে চার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বনানী থানার মহাখালী সাততলার পাশের বস্তি থেকে তামান্না বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তামান্না মাদারীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুন ব্যাপারীর মেয়ে। গতকাল দুপুর দেড়টার দিকে স এ ঘটনা ঘটে।
ফোরকান আলী বলেন, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায় তারা আবার মিলেও যান। বৃহস্পতিবার দুপুরে তামান্না ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত ৬ মাস আগে তাদের বিয়ে হয় এবং এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এরবাইরে বনানী ও বিমানবন্দর রেলস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় আরও তিনজনের লাশ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম বলেন, বুধবার মধ্যরাতে বনানীর সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে ঢাকা-নোয়াখালীগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়। এছাড়া বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (৬০) ও বিমানবন্দর টিকিট কাউন্টার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বনানীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় বাকি দু’জনের মৃত্যু অসুস্থতাজনিত কারণে হতে পারে বলে পুলিশ ধারণা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ