Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাওসে বিধ্বস্ত মঙ্গোলিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ৯:২১ পিএম

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়া ৩-০ গোলে তাজিকিস্তানকে হারালেও দ্বিতীয় ম্যাচে লাওসের সামনে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লাওস ৫-০ গোলে হারায় মঙ্গোলিয়াকে। লাওসের এই জয়ে গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেল মঙ্গোলিয়ার। দু’ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মঙ্গোলিয়া সেমির পথে এগিয়ে থাকলেও গ্রুপের শেষ ম্যাচে শনিবার যদি তাজিকিস্তান বড় ব্যবধানে লাওসকে হারায় তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে মঙ্গোলিয়াই। যদিও সেই সম্ভাবনা নেই বললেই চলে। লাওস দারুণ শক্তিশালী দল। তাজিকদের বিপক্ষে তারাই জয় পাবে। সেই ক্ষেত্রে ‘এ’ গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলবে লাওস এবং রানার্সআপ হিসেবে চারে চারে জায়গা পাবে মঙ্গোলিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ