নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৩ মে। এখন তা আর হচ্ছেনা। একদিন পিছিয়ে এই ফাইনাল মাঠে গড়াবে ৪ মে। এদিন সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াই হবে। তথ্যটি বুধবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি জানান, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়ার জন্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে বাফুফে আমন্ত্রণ জানিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে। তাই আয়োজকরা ফাইনাল একদিন পিছিয়ে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।