Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপাকে কেজরিওয়াল, জারি হল গ্রেফতারি পরোয়ানা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৬:৫৭ পিএম

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরই মধ্যে তার চিন্তা কয়েকগুণ বেড়ে যেতে পারে। কারণ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির এক আদালত। আর তা জামিন অযোগ্য। শুধু কেজরিওয়ালই নন, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া ও স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদবের নামেও এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

কিন্তু কেন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা? ২০১৩ সালে পুরানো একটি মামলার এই নির্দেশ আদালতের। সুরেন্দ্র কুমার শর্মা নামে এক আইনজীবীর দায়ের করা মামলার ভিত্তিতে এমন নির্দেশ। কেজরিওয়াল সহ সকলেই অনুপস্থিত ছিলেন। তার পরিপ্রেক্ষিতেক্ষুব্ধ দিল্লি কোর্ট সকলের নামে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেয়৷ বুধবারও ফের সেই মামলায় শুনানি হলে পুরনো নির্দেশই বহাল রাখেন বিচারক।

মামলাকারী সুরেন্দ্র কুমার শর্মার অভিযোগ, তার কাজে সন্তোষ প্রকাশ করে কেজরিওয়াল, মণীশ শিশোদিয়া ও যোগেন্দ্র যাদব তাকে দিল্লি বিধানসভা ভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের আশ্বাস পেয়ে সুরেন্দ্র আবেদন পত্র পূরণ করেন। কিন্তু পরে আপ নেতারা তাকে টিকিট দিতে অস্বীকার করেন। আর সেই নিয়েই বিবাদের সূত্রপাত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ