Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে খেলবে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৫:২৫ পিএম

২০১৯-২০ প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফর করবে লিভারপুল। সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে খেলবে ‘রেড ডেভিল’ খ্যাত দলটি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল যুক্তরাষ্ট্রে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১৯ জুলাই ইন্ডিয়ানার ইউনিভার্সিটি অব নটর ডেমের ৭৭ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে ইয়ুর্গুন ক্লপের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এরপর লিভারপুল বোস্টনে উড়ে যাবে। সেখানে ফেনওয়ে পার্কে ২১ জুলাই সেভিয়ার মোকাবেলা করবে। ২৪ জুলাই সফরের শেষ ম্যাচে নিউ ইয়র্কের ইয়ানকি স্টেডিয়ামে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে আনফিল্ডের দলটি।

এ সম্পর্কে লিভারপুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিলি হোগান বলেছেন, ‘প্রাক মৌসুমে আমরা তিনটি অসাধারাণ স্টেডিয়ামে তিনটি বড় প্রতিপক্ষের মোকাবেলা করবো। আশা করছি ম্যাচগুলো আমাদের পরবর্তী মৌসুমের প্রস্তুতিতে কাজে আসবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ