Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমি মোদি নই, আমার বায়োপিকও হচ্ছে না’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৪:৩১ পিএম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নাম করে যে সিনেমা বাজারে আসছে বলে শোনা যাচ্ছে, তা যে আদৌ তার বায়োপিক নয়, তা স্পষ্ট করে দিলেন মমতা নিজেই। বুধবার ট্যুইটারে এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা। ট্যুইটারে মমতা লিখেছেন, ‘বোকার মতো এই বিষয়টি ছড়ানো হচ্ছে। আমার কোনও বায়োপিক হচ্ছে না। কেউ কিছু বানালে তার সঙ্গে কোনও মিল থাকলেও, সেটা তাদের বিষয়। আমার সঙ্গে সেটার কোনও সম্পর্ক নেই। আমি নরেন্দ্র মোদি নই। দয়া করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে আমাকে মানহানির মামলা করতে বাধ্য করবেন না।’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নাম দিয়ে যে সিনেমাটির কথা বলা হচ্ছে, তার নাম ‘বাঘিনী’। মঙ্গলবারই ‘বাঘিনী’র ট্রেলার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এছাড়া যে তিনটি ওয়েবসাইটের মাধ্যমে এই সিনেমাটির ট্রেলার প্রচার করা হয়েছে, তাদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সিনেমাটি নিষিদ্ধ করার দাবি খারিজ করে দিয়েছে কমিশন। এই প্রসঙ্গে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন বলেছেন, ‘সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পাইনি। আগে ছাড়পত্র পাক, এর পরে সিনেমাটি বিচার করা হবে সেটিকে নিষিদ্ধ করা হবে কি না।’

আগামী ৩ মে মুক্তি পাওয়ার কথা ‘বাঘিনী’র। এই ছবি প্রদর্শনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তাদের দাবি, ছবিটি আদতে মুখ্যমন্ত্রীর বায়োপিক। লোকসভা ভোট চলাকালীন এই ছবি দেখানো হলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। তাই ভোট শেষ না-হওয়া পর্যন্ত বাঘিনী-র মুক্তি স্থগিত রাখা হোক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ