Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুলবাড়ীতে ট্রেনে কাটাপড়ে পল্লী চিকিৎসক নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৩:২৩ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে সাজু রহমান (৩৮) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত পল্লী চিকিৎসক সাজু রহমান,উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের জামান উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের ১নম্বর প্লাটফর্মের দক্ষিন দিকে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার আসাদুজ্জামান বলেন,মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা ডাউন ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে যাবার পর ট্রেনে কাটা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখলে তিনি ঘটনাটি তাৎক্ষনিক পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেন। তবে পুলিশ ষ্টেশনে পৌছার পুর্বেই নিহতের পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি রেললাইন থেকে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ