Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনার মন্তব্যে নিশ্চুপ থাকবেন আলিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

একদিকে যখন আলিয়া ভাট আর তার পরিবারকে বাক্যবাণে ঘায়েল করা অব্যাহত রাখবেন বলে কঙ্গনা রানৌত ঠিক করেছেন সেখানে আলিয়া চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কঙ্গনা এর আগে মন্তব্য করেন সা¤প্রতিক ‘গালি বয়’ ফিল্মে আলিয়ার অভিনয় মধ্যম মানের এবং তার নিজের সঙ্গে এই পারফরমেন্সকে তুলনা করায় তিনি বিব্রত বোধ করেন। কঙ্গনার বোন রঙ্গোলি অভিযোগ করেন আলিয়ার বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ‘উও লামহে’ নির্মাণের সময় তার বোনের দিকে চপ্পল ছুড়ে মেরেছিলেন। আলিয়া স¤প্রতি কঙ্গনার কথায় পাত্তা দেবেন না বলে জানিয়েছেন, তিনি বলেন, “আমি যদি এমন হই তাহলে আমার পরিবার আমার চেয়ে তার দশ গুণ পরিণত আর শক্তিশালী। আমার এর মাঝে ঢোকাই উচিত নয়। আমি শুধু সুখী, পজিটিভ, কাজে ব্যস্ত থাকতে চাই আর প্রতি দিনে আরও উন্নত হতে চাই। কে কী বলল আর না বলল তাতে মন দেয়া আমার দরকার নেই। বলার অধিকার সবার আছে। আমি কেবল চুপ থাকব এটাই আমার নীতি।” এর আগে কঙ্গনা এক সাক্ষাতকারে তার সঙ্গে ‘গালি বয়’তে আলিয়ার পারফরমেন্স তুলনা করায় বিব্রত বোধ করেছেন বলে মন্তব্য করেন, তিনি বলেন, “মিডিয়া ফিল্মি পরিবারের সন্তানদের নিয়ে বাড়াবাড়ি করছে। মধ্যম মানের কাজকে সমর্থন করবেন না তাতে মান বাড়বে না।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ