Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইট সিক্সটিন দিলারা জামান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামানের বয়স এখন প্রায় ৭৬ বছর। এই বয়সেও তিনি অভিনয় করে যাচ্ছেন। চমকের বিষয় হচ্ছে, তিনি মাঝে মাঝেই বিভিন্ন গেটআপে মিডিয়ায় হাজির হন। কিছুদিন আগে একটি ম্যাগাজিনে ওয়েস্টার্ণ ড্রেস পড়ে কভারে এসেছিলেন। এবার একটি নাটকেও তিনি ভিন্ন ধরনের গেটআপ নিয়ে হাজির হচ্ছেন। নাটকটির নাম ‘সুইট সিক্সটিন’। এ নাটকে হাজির হচ্ছেন ১৬ বছর বয়সের কিশোরী হয়ে। নাটকের গল্পে দেখা যাবে দিলারা জামান সবসময় তার বয়স ১৬ ভাবেন। রূপচর্চা ও চালচলনে থাকে সেই ছাপ। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, একজন অভিনেত্রী হিসেবে ভিন্ন ধরণের কোনো চরিত্র পেলে অনেক ভালো লাগে। এই বয়সেও পরিচালকরা আমাকে নিয়ে এমন চরিত্র ভাবছেন। জীবনের শেষ বেলায় একজন শিল্পীর সার্থকতা এটাই। নাটকটি নির্মাণ করেছেন রাহাত মাহমুদ। এটি রচনা করেছেন টিকলি মাহমুদ। নাটকটিতে দিলারা জামান ছাড়াও আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ ও জারা মিতু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইট

৯ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ