প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : অভিনয়ে আগ্রহ নেই তানভীন সুইটির। এক সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী সুইটি এখন হাতে গোনা নাটকে কাজ করছেন। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ রাঙা সকাল-এর আমন্ত্রিত অতিথি হয়ে এসে সুইটি বলেন, ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। আগে নাটকে সময় নিয়ে কাজ হতো। এখন মাত্র দুই দিনে, কখনো এক দিনেও নাটক নির্মাণ করা হচ্ছে। সেটে গিয়ে কখনো স্ক্রিপ্ট পেতে হয়। তাছাড়া এজেন্সি সমস্যা তো আছে। সুইটি মনে করেন, এজেন্সির কাছ থেকে টিভি চ্যনেলগুলো নাটক কেনা বন্ধ করে স্বাধীনভাবে আগের মত নাটক নির্মাণ করলে নাটকের গৌরব আবারো ফিরে আসবে। জনপ্রিয় মডেল সুইটির টিভি নাটকে অভিষেক হয়েছিল সালমান শাহের বিপরীতে, স্বপ্নের পৃথিবী নাটকে। তারও আগে যুক্ত হয়েছিলেন থিয়েটারে। সুইটি বলেন, সময়-সুযোগ এবং ভালো প্রস্তাব পেলে ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করতে চান তিনি। রাঙা সকাল-এই বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থানায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।