Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালেন সুইটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনেকের মতোই অভিনেত্রী তানভীন সুইটি শংকিত। এজন্য তিনি সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। লকডাউনের মধ্যে জরুরী কাজে বের হয়ে সার্বিক পরিস্থিতি দেখে তিনি খুবই শংকিত। তিনি বলেন, ‘জরুরী কাজে বাসা থেকে বাইরে বের হয়েছিলাম। বের হয়ে মনটা খুব খারাপ হয়েছে। কারণ, রাস্তায় প্রচুর অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি দেখেছি। এ থেকে বুঝতে পারি করোনা পরিস্থিতি খুবই খারাপ। তাই আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি, স্বাস্থ্যবিধি মেনে চলুন। অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। পরিবার সুস্থ থাকলে, আপনিও সুস্থ থাকবেন। সুস্থ থাকবে দেশ। দেশ, জাতি ও মানুষের নিরাপদের জন্য সবাই মাস্ক ব্যবহার করুন।’ এদিকে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের একটি রেডিও নাটকে অভিনয় করেছেন সুইটি। বাংলাদেশ বেতারের শোক দিবসের বিশেষ নাটক ‘আছো তুমি অন্তরে’ নাটকের রেকর্ডিং-এ অংশ নিয়েছেন তিনি। নাটকটি রচনা করেছেন মোস্তফা মোহাম্মদ আব্দুর রব। পরিচালনা করছেন মনোজ সেনগুপ্ত। এটি শোক দিবসে প্রচার হবে। বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি বাংলাদেশ বেতারও এখন বিশেষ বিশেষ দিবসগুলোতে নাটক নির্মাণ করছে। শোক দিবসের জন্য রেকর্ডিং সম্পন্ন হওয়া নাটক ‘আছো তুমি অন্তরে’ নাটকে অভিনয় করে সুইটি আনন্দিত। এদিকে সুইটি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ টু’ ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। এটি শিগগরিই বাংলাভিশনে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইটি

৯ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ