প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ সরব থাকেন অভিনেত্রী তানভীন সুইটি। সোশ্যাল মিডিয়ায় নানা রকম সচেতনতার পোস্ট দিয়ে সবাইকে সচেতন করেন। করোনার এ সময়েও তিনি তার এই কর্মকান্ড অব্যাহত রেখেছেন। সুইটি বলেন্য, শিল্পী হিসেবে আমাদেরও সামাজিক দায়িত্ব ও কর্তব্য আছে। সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের ভূমিকা রাখতে হবে। এ সময়ে জনসচেতনতা সৃষ্টি না হলে করোনার বিপর্যয় ঘটবে। আমাদের মনে রাখা প্রয়োজন, বেঁচে থাকলে আমরা কাজ করতে পারবো। সুইটি এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নন। পছন্দের গল্প ও চরিত্র পেলে কাজ করেন। বাংলাদেশ টেলিভিশনের পিছুটান নামে একটি ধারাবাহিকে এখন অভিনয় করছেন। এটির নির্মাতা অভিনেতা জাহিদ হাসান। সুইটি বলেন, বাংলাদেশ টেলিভিশনের নিজস্বতা আছে। তাদের কাজের ধরণ অন্য রকম। এই নাটকের নির্মাতা জাহিদ হাসান। তিনি অভিনয়ের বাইরে দারুণ নির্মাণ করেন। তাই এই নাটকে অভিনয় করছি। এদিকে টিভি নাটকের বাইরে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুইটি। অভিনয়ের বাইরে সুইটি রাজনীতিতে সক্রিয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।