Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বোম্বে রয়েল সুইটসে লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ঃ নগরীর কাজীর দেউড়ির বোম্বে রয়েল সুইটসের কারখানায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পুরোনো, দুর্গন্ধযুক্ত দুই মণ কিসমিস, ১৫ কেজি খেজুর, চানাচুর ভাজার পোড়া পামঅয়েল ও পুরোনো মিষ্টির রস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন গত সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, ওই কারখানায় দীর্ঘদিনের পোড়া পামঅয়েল দিয়ে চানাচুর ভাজা হচ্ছে। কারখানাটিতে বিভিন্ন ধরনের হালুয়া বানানো হয়, যেখানে কিসমিস, খেজুর ও ফ্লেভার ব্যবহার করা হয়। এরপর স্টোর রুমে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পুরোনো, মেয়াদোত্তীর্ণ এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত দুই মণ কিসমিস ও ১৫ কেজি খেজুর উদ্ধার করা হয়। একই কারখানায় অভিযানকালে দেখা যায় অনেক দিনের পুরোনো আচার বিক্রির জন্য কৌটায় ভরে রাখা হয়েছে, যেখানে মেয়াদ তো নেই এমন কি ছত্রাকও পড়ে গেছে। জব্দ করা পোড়া পামঅয়েল, খেজুর, কিসমিস, মিষ্টির রস ও আচার পাশের নালায় ফেলে ধ্বংস করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে বোম্বে রয়েল সুইটসে লাখ টাকা জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ