Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কোন সুযোগ নেই -কে এম নুরুল হুদা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ৪:৪৪ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কোন সুযোগ নেই। নতুন করে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হচ্ছে সেটা আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত হয়েছে। ঈদের পরেই পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমের উদ্ভোধনকালে এমনটাই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্ভোধন করেন তিনি।
ভোটের রেজাল্ট দ্রুত ঘোষণার ব্যাপারে সিইসি বলেন, সব নির্বাচনে ইভিএম-এর ব্যবহার করা গেলেই শুধুমাত্র দ্রুত ফলাফল ঘোষনা করা সম্ভব। আগামী সব স্থানীয় পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।
রাজবাড়ীর সদর উপজেলার সজ্জ্বনকান্দার গ্রামের রাজিয়া ফাহামিদার ভোটার তথ্য সংগ্রহের মাধ্যমের রাজবাড়ীতে এ কার্যক্রম শুরু হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন
উল্লেখ প্রথম ধাপে ২৩ শে এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৬৪ টি জেলার ১৩৫ টি উপজেলার এবং থানায় ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। সারা দেশে ৮০ লক্ষ ভোটারের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে কমিশন ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ