পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুড়ে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে। অপর এক যুবককে তারা ধরে নিয়ে যায়। নিহতের নাম মো. সুমন (২৫)। বাড়ি হরিপুর উপজেলার হরিপুর সীমান্তের ডাঙ্গীপাড়া গ্রামে। পিতার নাম মো. শফিকুল ইসলাম।
যাকে ধরে নিয়ে গেছে তার নাম মাসুদ রানা (২৮)। নিহত সুমন ও মাসুদের বাড়ি একই গ্রামে। মাসুদের পিতার নাম এনায়েতুল ইসলাম। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বিএসএফ’র কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সে সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হরিপুর সীমান্তের ৩৫৭ মেইন পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে অনুপ্রবেশ করলে বসতপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি চালায়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও অপর বাংলাদেশি মাসুদ রানাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
নিহত সুমন ভ্যান চালক। তবে দিনে ভ্যান চালালেও টাকার লোভে সে চোরাচালানে যুক্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে বিজিবি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী জানান, এ ব্যাপারে বিএসএফ’র কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, নিহত যুবকের লাশ ও ধরে নিয়ে যাওয়া মাসুদ রানাকে ফেরত দিতে বিএসএফকে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।