বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে পরিত্যক্ত বাসা থেকে আগুনে পোড়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পুরুষ হিসেবে শনাক্ত করলেও এর পরিচয় জানাতে পারেনি পুলিশ। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর হালিশহর থানার ফইল্যাতলী বাজার সংলগ্ন খালপাড় এলাকায় একটি বাসায় এ লাশ পাওয়া গেছে।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন আশপাশের লোকজন সীমানা প্রাচীর বেয়ে উঠে লাশের মতো কিছু দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তালা ভেঙে ওই ঘরে প্রবেশ করে। লাশটি আগুনে পোড়া। মুখমন্ডল গলিত হয়ে বিকৃত হয়ে গেছে। লাশের পরনে একটা টি-শার্ট আছে। নিচের অংশ পুড়ে একেবারে কয়লার মতো হয়ে গেছে। মুখের অংশ পুরোপুরি পুড়ে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। এ কারণে বয়সও নির্ধারণ করা যাচ্ছে না।
এক সপ্তাহ আগে আগুনে পোড়া লাশটি সেখানে ফেলে যাওয়া হয় বলে ধারণা করছেন পুলিশের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।