Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির বিরুদ্ধে সব কোচের প্ল্যানই অকেজো : ক্লপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ৩:৩৪ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পোর্তোকে একরকম পাত্তা না দিয়েই সেমিতে উঠে লিভারপুল। অপরদিকে ম্যানইউর সাথে সহজ জয়ে সেমিফাইনালে লিভারপুলের সাথে লড়তে যোগ দিয়েছে মেসির বার্সা। রোববার কার্ডিফের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কনফারেন্সে এসে মেসির দুরদর্শীতা স্বীকার করেন ইয়ুর্গেন ক্লপ।

জার্মান এ অভিজ্ঞ কোচ জানান, ‘এই চিন্তার জন্য কিছুদিন সময় পাব। তবে মেসির বিরুদ্ধে নামার আগে সব কোচই দারুণ হোমওয়ার্ক করে নামেন। কিন্তু প্ল্যান আর খাটে না। ফলে ইতিবাচক ভাবনাই ভাবব মেসিদের বিরুদ্ধে। দেখবেন, একটা ভালো ফুটবল ম্যাচ দেখা যাবে।’


ক্লপ স্বীকার করে নেন, বার্সেলোনার বিরুদ্ধে অতীতে তিনি খেলেননি। তারপরে তার মন্তব্য, ‘বার্সেলোনার বিরুদ্ধে আমার খেলার অভিজ্ঞতা নেই। তাই এই ম্যাচ আমার কাছে দারুণ গুরুত্বপূর্ণ। শুধু সেমিফাইনালে পৌঁছানো নয়। সবদিক থেকেই।’

বার্সাকে হটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠা নিয়ে ক্লপ বলেন, ‘এটা একটা বড় বার্তা। গতবার ফাইনালে পৌঁছেছিলাম। এবার ফাইনালের দিকে তাকিয়ে রয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ