Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ লেনদেন অনুসন্ধানে সিআইডি

নুসরাত হত্যাকান্ড মাস্টার মাইন্ড উপজেলা আ.লীগ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নিপীড়নের পর পুড়িয়ে হত্যার ঘটনা ধামাচাপা দিতে টাকার লেনদেন হয়েছে কি না, তা তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদিকে পৃথক অভিযান চালিয়ে নুসরাত হত্যার মাস্টারমাইন্ড সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে গতকাল বিকেলে তার বাড়ি থেকে আটক করেছে পিবিআই।
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সিআইডি সূত্র জানায়, সম্প্রতি নুসরাত হত্যাকান্ডের সাথে অর্থ লেনদেন সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সিআইডি। হত্যাকান্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে কিংবা ঘটনা ধামাচাপা দিতে কোনো অবৈধ লেনদেন হয়েছে কিনা কিংবা কে বা কারা এসব লেনদেনের সঙ্গে জড়িত সেসব খুঁজে বের করতে কাজ শুরু করছে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট। সিআইডির সিনিয়র সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান এ তদন্ত শুরুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় হাফেজ আবদুর কাদের নামের আরো এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হাফেজ আবদুল কাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ফাজিলের শিক্ষার্থী ও হেফজ বিভাগের প্রধান এবং প্রধান আসামি সিরাজ উদ দৌলার অন্যতম সহযোগী।
গত বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া ফেনীর সিনিয়র বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মো. ইকবাল বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, হাফেজ আবদুল কাদের আদালতের কাছে স্বীকার করেছে সে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। ঘটনার দিন সে হত্যাকারীদের নিরাপত্তায় মাদরাসার গেট পাহারায় ছিলো। পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। নিজের সক্রিয় অংশগ্রহণের কথাও জানিয়েছেন। আটককৃত মামলার অন্যতম দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম, শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বুধবার ঢাকার হোসনী দালান এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক
এদিকে, নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের মাস্টারমাইন্ড রুহুল আমিনকে গতকাল বিকাল ৫টায় তার বাড়ি থেকে আটক করেছে পিবিআই। রুহল আমিন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজী ফাজিল মাদরাসার ব্যাবস্থাপনা কমিটির সহ সভাপতি।
সূত্র জানায়, ইতোমধ্যে এই মামলার কয়েক জন আসামি কোটে জবানবন্দিতে রুহুল আমিন হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করলে গতকাল শুক্রবার বিকালে সোনাগাজী পৌরসভাস্থ নিজ বাড়ি থেকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ