নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের জয় ৮ ম্যাচে ৫টি করে। আজ জিতলে চেন্নাইয়ের পর দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিলো একটি দলের। দিল্লিকে ৪০ রানে হারিয়ে সেই সুযোগ লুফে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া মুম্বাই ৫ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। এই ম্যাচে একক আধিপত্য কারো ছিলো না। টপ ও মিডল অর্ডারের মিলিত ভূমিকায় বড় পুঁজি পায় তারা। অধিনায়ক রোহিত শর্মা ২২ বলে ৩০, কুইন্টন ডি কক ২৭ বলে ৩৫ রান করে ফিরলে শেষ দিকে ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া আগ্রাসী ভঙ্গিতে খেলেছেন।
সবচেয়ে বেশি ছিলেন হার্দিক পান্ডিয়া। ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৩২ রান। ক্রুনাল পান্ডিয়া ২৬ বলে ৩৭ রানে অপরাজিত থেকে স্কোর বোর্ড সমৃদ্ধ করেন।
জয়ের লক্ষ্যে নেমে শিখর ধাওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা করেছিলো দিল্লি। ২২ বলে ৩৫ রানে তার ফেরার পর দিল্লির হয়ে বড় ইনিংস উপহার দিতে পারেনি কেউ। মাঝে অক্ষর প্যাটেল ২৬ ও ক্রিস মরিস ১১ রান করলেও বাকিদের স্কোর ছিলো ডাবল ফিগারের নিচে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিলো ১২৮ রান।
মুম্বাইয়ের রাহুল চাহার ও জাসপ্রিত বুমরাহর বোলিংয়ের সামনে টিকতে পারেনি তারা। চাহারই ওপেনিং জুটিতে আঘাত হানেন। নেন তিনটি উইকেট। দুটি নেন বুমরাহ। ম্যাচসেরা হার্দিক পান্ডিয়া।
৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পরে অবস্থান মুম্বাইয়ের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।