নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বুধবার শুরু হয়েছে দু’দিন ব্যাপী ওয়ালটন কক্সবাজার রেফারি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পাশাপাশি রেফারি প্রশিক্ষণ কর্মশালাও শুরু হয় এদিন। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এসময় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু ও সদস্য হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন কক্সবাজার ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বাঁশখালী ১-০ গোলে মাতামুহুরী দলকে হারায়। দ্বিতীয় খেলায় ইনানী ১-০ ব্যবধানে হারায় হিমছড়িকে। দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইনানী ও হিমছড়ি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে। লিগ পদ্ধতির খেলা শেষে সেখান থেকে দু’টি দল ফাইনালে খেলবে। খেলা অনুষ্ঠিত হচ্ছে ফুটসাল টুর্নামেন্টের নিয়মে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।