Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌযান ধর্মঘট প্রত্যাহার করায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নৌ বন্দরগুলো প্রাণ ফিরে পেল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ৫:১১ পিএম

নৌযান শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করায় প্রাণ ফিরে পেয়েছে দেশের দ্বিতীয় বৃহৎ নদী বন্দর বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সবগুলো নৌবন্দর ও লঞ্চ টার্মিনালগুলো। ১১ দফা দাবী আদায়ে মঙ্গলবার মধ্য রাত থেকে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলেও নৌযান শ্রমিকরা লাগাতর ধর্মঘট শুরু করে। ফলে নদ-নদী নির্ভর দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের কবলে পড়ে।
তবে মঙ্গলবার মধ্য রাত পর্যন্ত ঢাকায় শ্রম দপ্তরের বৈঠকে সমাধান সূত্র বেরিয়ে আসায় বুধবার সকাল থেকে সারা দেশে সাথে দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোও প্রাণ ফিরে পেয়েছে। বুধবার রাতে বরিশাল নদী বন্দর থেকেই ৮টি যাত্রীবাহী নৌযান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা । এছাড়া পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠির বিভিন্ন স্টেশন থেকে আরো অন্তত ৩৫টি নৌযান যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যাহার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ