Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান এর দায়িত্বভার গ্রহণ

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ২:৪৭ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের দ্বিতীয় বার নির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দায়িত্ব ভার গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা শেষে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। তার এ দায়িত্বভার গ্রহণ উপলক্ষে তোরণ ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধরনের ফুল দিয়ে মনোমুগ্ধকর পরিবেশে সাজানো হয় উপজেলা পরিষদকে। হাজারো জনতার ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে বেলা ১২টার দিকে প্রথমে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব লুৎফর রহমান শেখ, প্রবিন মুরব্বি নুরুদ্দিন হাওলাদার ও শিক্ষক তরুনী কান্তি অধিকারীকে চেয়ারে বসিয়ে পরে তিনি আসন গ্রহন করেন। এ সময় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক ও হিরন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কৃষ্ণ প্রসাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি রানী সরকার, ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদার সহ সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রহণ

৮ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ