মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন সম্মেলনে পুতিনকে যোগ দিতে আমন্ত্রণ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক। এ বছর জি-২০ সম্মেলনে সভাপতিত্বে থাকবেন জকো উইদোদো। পশ্চিম জাভার বোগর থেকে ইন্দোনেশিয়ার নেতা বলেন, রুশ প্রেসিডেন্ট তাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আগামী শরৎ-এ বালিতে জি-২০ সম্মেলনে অংশ নেবেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশের জেরে রাশিয়াকে অবশ্যই জি-২০ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে সম্প্রতি মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন সম্মেলনে বাইডেন-পুতিনের মুখোমুখি বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে ক্রেমলিন এবং হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এর আগে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুডমিলা ভোরোবিভা। সূত্র : নিউজউইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।