Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন কৃষ্ণ পদ রায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ডিআইজি কৃষ্ণ পদ রায়। গতকাল সোমবার ৩১তম পুলিশ কমিশনার হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। তিনি আগের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের স্থলাভিষিক্ত হলেন। সিএমপি সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাকে সশস্ত্র সালাম জানানো হয়।

নগরীর দামপাড়া পুলিশ লাইনসের জনক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন কমিশনার। পরে নিজের অফিসে এসে দায়িত্ব বুঝে নেন। চাকরি জীবনে এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত সিএমপির সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কমিশনার হয়ে চট্টগ্রামের ফেরার আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন কৃষ্ণ পদ রায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন কৃষ্ণ পদ রায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ