বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে রোকন মণ্ডল (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন মণ্ডল ওই গ্রামের রাহান মণ্ডলের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে কালবৈশাখীতে ইপিলগাছের ডাল ভেঙে প্রতিবেশী ওলিয়ার রহমানের টয়লেটের ওপর পড়ে। এ ঘটনায় রাতেই দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
বুধবার ভোরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে রোকন মণ্ডলসহ ছয়জন আহত হন।
গুরুতর আহতাবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান রোকন মণ্ডল।
শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, উপজেলার বসন্তপুর গ্রামে পূর্বপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন রোকন মণ্ডল। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।