মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জাতীয় নির্বাচনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বিরুদ্ধে তিন দিনের নির্বাচনী প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। তিনি মুসলিমবিদ্বেষী মন্তব্য করেছিলেন বলে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে ইসি। এর আগে ক্ষমতামীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির সদস্য আদিথ্যনাথকে চলতি মাসেই ইসি হুশিয়ারি করে দিয়েছিল।
গত সপ্তাহে আদিত্যনাথ মুসলমানদের সবুজ ভাইরাসের সঙ্গে তুলনা করে বলেন, তারা গোট ভারতকে গ্রাস করে ফেলবে। মুসলমানরা বিরোধীদের ভোট দেবেন।
জাতীয়তাবাদকে ভিত্তি করে নির্বাচনী প্রচার চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তারা মুসলমানদের শান্ত রাখতে সন্ত্রাসীদের প্রতি নমনীয়।
ভারতের ১৩০ কোটি জনসংখ্যার ১৪ শতাংশ মুসলমান। গত সপ্তাহে বিজেপির এমপি সাক্ষী মহারাজ নতুন করে বিতর্ক জন্ম দিয়েছেন। তিনি নিজেকে সাধু দাবি করে বলেন, যারা তার বিরোধীদের ভোট দেবেন, তাদের অভিশাপ দেয়া হবে।
গত ১১ এপ্রিল ভারতের জাতীয় নির্বাচন শুরু হয়েছে। কয়েক দফায় এই নির্বাচন আগামী ১৯ মে পর্যন্ত চলবে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম গণতান্ত্রিক নির্বাচনে বিদ্বেষ প্রচার বন্ধে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থানে যেতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সূত্র : রয়টার্স ও এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।